হ্যালো, আছ কোথায়? আর কত দেবে ব্যথা?
আসছি আমি বাইক চড়ে আর বলনা কথা।
আর কত অপেক্ষা বলতো কি করে থাকি?
দশ মিনিটে আসছি সোনা এখন আমি রাখি।
অনেক দিয়েছ ফাঁকি এবার সত্যি দেব আড়ি,
এমন করোনা একটু বোঝ আসছি তাড়াতাড়ি।
অনেক হয়েছে আর নয় কথা এবার যাব ফিরে,
লক্ষীটি, রেগোনা জ্যাম যে ভীষণ যাব কি করে?
শুনব না কোন কথা কেন হল আধ ঘন্টা দেরী?
কি করব আমার কি দোষ তবু তো বলছি স্যরি।
আকাশ পানে চেয়ে প্রিয়া আছে ভীষণ রেগে,
দেখো আমায় কেমন করে এলাম প্রবল বেগে।
ভাল্লাগে না খুব করেছ দেরি এবার তবে যাও ফিরে,
ওই, আমি তো এসেছি তোমার জন্যে দিওনা ঠেলে দূরে।
এমন যদি হয় কখনও দেরি, দেখো সত্যি যাব সরে,
ইসস, বললেই হল আমিও তবে সত্যিই যাব মরে।।