বুঝি না মন জানি না ভালোবাসা
জানি প্রেম মানে সুখের কান্না,
প্রেম মানে দুঃখে বেঁচে থাকা
প্রেম মানে চোখেতে জলের বন্যা।...... (২বার)
হয়তো ভুল করে হারিয়ে গেছি
বুঝিনি এ হারানো হবে রুদ্ধ শ্বাস,
প্রেমের ঘোরে কেটে যায় রজনী
হয়তো ভুল করে করেছি বিশ্বাস।.....(২বার)
হৃদয় ঘরে আজ শুধু হাহাকার
বুকটা হয়েছে এক কষ্টের কারাগার,
প্রেম মানে দুঃখে বেঁচে থাকা
প্রেম মানে চোখেতে জলের বন্যা।
সুখের আশায় জীবন হয়েছে এলোমেলো
অপরাধ না করেও হয়েছি আমি অপরাধী,
মিথ্যে অভিনয়ে জীবন হয়েছে আঁকাবাঁকা
কষ্ট নিয়ে বুকে নিরবে কাঁদি। .........(২বার)
স্মৃতির স্বপ্ন গুলো মনের দুয়ারে
নিষ্ঠুর ভাবে ফিরে আসে বারেবারে।
প্রেম মানে দুঃখে বেঁচে থাকা
প্রেম মানে চোখেতে জলের বন্যা।
বুঝি না মন জানি না ভালোবাসা
জানি প্রেম মানে সুখের কান্না,
প্রেম মানে দুঃখে বেঁচে থাকা
প্রেম মানে চোখেতে জলের বন্যা। ....(৩বার)