অপেক্ষা অপেক্ষা শুধু তোমার
কখন আসবে তুমি আবার?
হয়তো তুমি আসবে ফিরে
মনের ক্ষত দাগ টি ধরে!
উঁচু উঁচু পাহাড়ের কোলে
সেজে রঙিন লতা ফুলে,
হয়তো নেচে মাদলের তালে
ঘর্মাক্ত নোনা রঙিন জলে।
ভেসে ভেসে আকাশ নীলে
মুক্ত বিহঙ্গ উড়ে চলে,
আসবে তুমি তেমন করে
রাঙা মাটির পথটি ধরে।
হেসে হেসে আলুথালু কেশে
আসবে আমার স্বপ্নের দেশে,
ফুলের রেনুর গন্ধ মেখে
ভরবে মন তোমায় দেখে।
দুর দুর সবই যে কল্পনা
মনের সাথে হয়েছে প্রবঞ্চনা,
জীবন জুড়ে মিথ্যে কথা
রক্ত জমা হৃদয় ব্যথা।।