নিশির শেষে ভোর যে হলো,
পাখির ডাকে রাত পোহালো,
রবির কিরণ ছায়।
কাঁদছে বিশ্ব নিঃস্ব মানবতা,
আকাশ ভূমে চলছে নীরবতা,
আজ মানুষ অসহায়।
জন মনে আতঙ্ক হতাশা,
প্রেমের গল্পে আছে ভরসা,
আয়রে ছুটে আয়।
ভাঙা গড়ার জীবন মাঝে,
ভাবনা গুলো স্বপ্ন সাজে,
হাতছানি দেয় ইশারায়।
অসুস্থ এই পৃথিবীর বুকে,
মৃত্যু বিলাপ উঠেছে ডেকে,
কাঁদছে শুধু কবিতায়।
প্রযুক্তি সব হচ্ছে বিকল,
ভাঙছে যত বিজ্ঞানের কল,
ভ্রান্ত চেতনার চিলেকোঠায়।
রুদ্ধ জীবনে মৃত্যু বিলাপ,
হারিয়ে গেছে অহং তাপ,
আগামী দিনের কল্পনায়।
সময় আর হচ্ছে না পার,
দুঃখ তবু জমছে পাহাড়,
সীমার বাঁধন কোথায়?
জাত বিজাত দূরে ফেলে,
রুদ্ধ মনের দুয়ার খুলে
মুক্তি জোটে প্রার্থনায়।।