কুঁড়ি থেকে সদ্য ফোটা ফুলেতে,
জমে থাকা ফোঁটা ফোঁটা শিশির বিন্দুতে,
ভিজিয়ে দেয় অচেতন প্রাণটা কে।
স্বপ্ন ভাঙা নিষ্পাপ ঘুমন্ত চোখে,
কখন যে আর্তনাদ নেমে আসে,
জমিয়ে নিথর করে শীতল বাতাসে।
জমাট বাঁধা রক্তস্নাত একটি প্রাণ,
দুমড়ে, মুচড়ে, ভীত জীর্ণ হাতে,
হয়তো বলতে চেয়েছিল কিছু সমাজটাকে।
চোরাবালির তটে বিকিয়ে জীবনের মূল্য,
শকুনিদের অক্লান্ত দৃষ্টি ঘোরে নীল দিগন্তে,
জন্মায় রূপকথার গল্প, নিষ্প্রাণ প্রশ্নের মরুতে।
মানবতার তুলাদন্ড আজ কেন অন্ধ?
নারীর নগ্নতা কেন মনের কামনা?
মানুষ আজ কেন রক্ত পিপাসু হায়না?