আমি একটা স্বপ্ন চেয়েছি
তাই তোমায় স্বপ্নে পেয়েছি।
চুপি চুপি তুমি এলে,
মনে আলতো ছোঁয়া দিলে।
মাঝ রাতের দেখা স্বপ্নটা
শুধু উন্মাদনা পেল হৃদয়টা।
লজ্জিত মনের লাল স্বপ্নটা
ভেঙে দিল প্রভাতের সূর্যটা।
জীবনে স্বপ্নটা রঙিন ছিল
বাস্তবে মূল্য কতটা পেল?
অবচেতন মনে একটু দেখা
স্বপ্ন ভেঙে করলে একা।
আমার স্বপ্ন সুখ যে তুমি
তুমি ছাড়া বাঁচব না আমি।।