আমি নিঃসঙ্গ একা জেগে আছি
নির্ঘুম চোখে,
দুঃস্বপ্ন দেখে প্রতিরাতে কাঁদি
স্মৃতির সুখে।
সমুদ্রের বালু চড়ে কত প্রতিশ্রুতি
রেখে ছিলে তুমি,
তোমার সাথে থাকব সারা জীবন
কোথাও যাবনা আমি।
অথচ চলে গেছো শূন্য করে
হাহাকার এবুকে,
দুঃখ দিয়ে হারিয়ে গেছ তুমি
রাখনি কথা,
হৃদয় হীনা তুমি মন ভেঙে
দিয়েছ ব্যথা।
তোমার কারণে জীবন আমার গেছে
আঁধারে ঢেকে।।