ভাঙা ভাঙা প্রেম কথা
ছোট্ট ছোট্ট ব্যথা,
সম্পর্ক যদি ভাঙতে চায়
ধরে রাখা বৃথা।
দিনলিপির হৃদয় মাঝে থাকে
ঝরা পাতার হাহাকার,
শূন্য পৃথিবী বুকে নিয়ে
সুখ দুঃখ একাকার।
জটিল তত্ত্ব মানব মনস্তত্ব
বোঝা ভারি দায়,
স্মৃতি বিস্মৃতি স্বপ্ন ভাঙন
জীবনেরই এক অধ্যায়।
মন ভোলানো রূপ যৌবন
শুধু মিথ্যের আশ্বাস,
সাদা জীবন পৃষ্ঠার ক্যানভাসে
মেলেনা বিশ্বাসের নিশ্বাস।।