আমি হতে চাই তোমার নীল আকাশের প্রজাপতি
সাতটি রঙ গায়ে মেখে ছুঁয়ে দেবো তোমায়,
ইচ্ছে ডানায় ভর করে উড়বো দূর আকাশে
তোমার স্বপ্নের ঘোর কাটলে দেখবে উড়তে আমায়।
আমি হতে চাই তোমার নীল আকাশের প্রজাপতি
জোনাকির স্নিগ্ধ আলোর চাদরে তোমায় দেব মুড়িয়ে,
দুজনে মিলে হারিয়ে যাবো এক অজানার দেশে
তোমার অনুমতি ছাড়াই আমি রাখব ভালোবাসায় জড়িয়ে।
আমি হতে চাই তোমার নীল আকাশের প্রজাপতি
রাতের আঁধারে নিষেধ ভুলে দুজনে দুঃখ বাড়াবো,
কোমল হৃদয় ছুঁয়ে দিলে লজ্জাবতীর মতো গুটাবে
আমি তখন রঙিন ডানায় ফুলের রেণু মাখবো।
আমি হতে চাই তোমার নীল আকাশের প্রজাপতি
তোমার কথায়, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকবো,
দিনে রাতে তোমায় শুধু দু-চোখ ভরে দেখবো
ভালোবেসে সেই পথের বাঁকে নদীর কূলে হারাবো।।