তুমি নেই বলে অচেনা লাগে
এই সুন্দর পৃথিবী,
কোন স্বপ্ন তাই খুঁজে চলে
সেই মৃত্যু অবধি।
I don't know if you will look my address,
I don't know if you will become heartless.

তোমার অপেক্ষায় এই জীবন
হারায় কিছু দিন,
অচেনা আকাশে এই হৃদয়
হয়েছে রঙ হীন।
কি জানি তুমি খুঁজবে কিনা আমার ঠিকানা,
যদি পাও কোনদিন তবে হারিয়ে দিওনা।
l don't know if you will look my address,
If you will get it, don't lose it.

স্বপ্ন ভালোবাসা নিয়ে
বেঁচে থাকে এই মন,
হৃদয়ের খুব কাছে থাকে
এক অদৃশ্য নয়ন।
কি জানি তুমি খুঁজবে কিনা হৃদয়ের ঠিকানা,
যদি পাও কোনদিন তবে হারিয়ে দিওনা।
I don't know if you will look my address,
If you will get it, don't lose it.




সুর: অভিক