অভিমান করে কেন যে গেলে চলে,....২
দূর গগনে বজ্র সমনে
হিল্লোল তোলে ঐ পবন বনে।... ২
জ্যোৎস্না রাতে মনের সাথে
কেন খেলা করেছো,
হৃদয় দিয়ে দুঃখ পেয়ে
দু-চোখ জলে ভরেছো।..... ২
রাতের শেষে ভোরের আলোয়
কষ্ট পেয়ে গেলে চলে....
অভিমান করে কেন যে গেলে চলে,....
দূর গগনে বজ্র সমনে
হিল্লোল তোলে ঐ পবন বনে।
মুক্ত মনা পাখি হয়ে
নীল আকাশে উড়বে,
গভীর জলের ঝিনুক হয়ে
নীল সমুদ্রে ভাসবে।... ২
স্বপ গুলো সঙ্গে রেখে
কেন তুমি গেলে চলে...
অভিমান করে কেন যে গেলে চলে,....
দূর গগনে বজ্র সমনে
হিল্লোল তোলে ঐ পবন বনে।
অভিমান করে কেন যে গেলে চলে,....
অভিমান করে কেন যে গেলে চলে,....
অভিমান করে কেন যে গেলে চলে,....
সুর: সৈকত