ভালোবাসা তখন আবাদ ভূমি,
ভালোবাসা তখন জানতনা কে তুমি।
আমি আধুনিকতার বেড়া জালে
ভালোবাসতে চেয়ে ছিলাম তোমায়,
একান্ত নিখাদ বিজ্ঞান সম্মত উপায়ে
মুঠোফোনে ই-সভ্যতার চকচকে দুনিয়ায়।
শরৎ হেমন্তের শান্ত সন্ধিক্ষণে
জেগে ওঠা ভোরের বাতায়নে-
গড়ে ওঠে অজানা সত্য প্রেম
তোমাকে দেওয়া সময়ের আবর্তনে।
ভালোবাসা একটু একটু করে গড়ে ছিল,
ভালোবাসা তোমায় ভালোবাসি বলেছিল।
রামধনু আঁকা আকাশের বুকে
লিখেছিল আমার ভালোবাসার কবিতা,
কালের অমোঘে ধ্রুপদী সভ্যতায়
পর্যবসিত হয়েছে বরফ জমাট ব্যথা।
তৃষ্ণার্ত মরুভূমির বুকে এখন
জলহীন মরীচিকার নিদারুণ হাহাকার,
বেদনার স্বপ্ন স্মৃতির ভিড়ে
হৃদয় শূন্য থাকবে কত আর?
ভালোবাসা তুমি কি আজও আছ?
ভালোবাসা তুমি কি তাকে চিনেছ?