পয়লা এপ্রিল যদি করো
কেউ একটু ভুল,
সবাই হেসে বলে তারে
ফুল এপ্রিল ফুল।
রাগায় তারে ভীষণ তবে
মেনেছ হার কিনা?
ঠকেছো তুমি একবার বলো
স্বীকার করবে কিনা?
দিন দিন প্রতিদিন কতই না
ঠকছি সবাই,
এমন ঠকা ঠকলে আবার
তাতে কি এসে যায়।
ঠকার মধ্যেও আছে আনন্দ
কত রকম হাসি,
কবিতা পড়ে ঠকলে সবাই
আমি ঠকাতে ভালোবাসি।।