এখনও আমার কবিতায় কলমের কালিতে
একই ভাবে প্রেম বয়ে যায়,
আমায় ভুলে গিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে
কেমন আছ নতুন ঠিকানায়?
সয়ে যেতে যেতে শুধু হারিয়ে তুমি গেলে
বুঝতে না বুঝতেই গেলে কোথায় আড়ালে,
তুমি যে আমার জীবনে একমাত্র জেনেছি
তোমার বিহনে শুধু যন্ত্রণায় পেয়েছি।।