১.
বদ্ধ ঘরেই কেটে যাবে বুঝি জীবনের বাকি দিন,
ক্ষুধা তৃষ্ণার সাথে হচ্ছে এবার বাঁচার আশা ক্ষীণ।

২.
আমার আমি কে নিয়ে
তোমাকেই শুধু চেয়ে ছিলাম,
বেমালুম ভুলে গেছো
আমিই একা সয়ে গেলাম।