১.
কেন সারাদিন তুমি নীরব থাকো? শুধু স্বপ্নেই বলো কথা,
আমি আঁধার মাঝে লুকিয়ে রাখবো, আমার গোপন ব্যাথা।
২.
তোমার ইচ্ছে হলে ইচ্ছে গুলো বলতে আমায় পারো,
শূন্য হৃদয় শূন্যই আছে প্রকৃত ভালোবাসা নেই কারো।