১.
স্মৃতির ব্যথা বয়ছি আমি একা,
দোষকি তবে আমারই শুধু একা?

২.
আমার নীল আকাশ আজ ফাঁকা,
বুকের নীরব আর্তনাদ যায় কি দেখা?