১
পথের মধ্যে পথ গেছে হারিয়ে
তোমার আমার শহরে,
ফেলে আসা গল্পই হয়েছে কবিতা
অতীত স্মৃতির ভারে।
২
যতই করো জানালা দরজা বন্ধ
হৃদয় যে আজ ফাঁকা,
তবুও তোমার মনের ভাবনা গুলো
আমার হাতেই আঁকা।
৩
চোখ মেলে দেখো যদি দূর আকাশটাকে
অভিমানী সে ভাবছে একা,
কান পেতে শুনে দেখো পাতার শব্দ
লুকিয়ে সেও কাঁদছে একা।
৪
আলো আঁধারী ইচ্ছে সুখের ভাষা
মনের মধ্যে থাকে,
ঘুম ভাঙা শেষ বিকেলের সূর্যটাই
আমার খোঁজ রাখে।।