জানি সমুদ্র সৈকতে আঁকলে ছবি
নিশ্চিত ঢেউয়ের আঘাতে হবে বিলীন,
এই জীবন তরী বইবে যতদিন
আনন্দ মাঝে দুঃখ জমবে প্রতিদিন।
জীবনের মৃত্যু যতই হোক সুনিশ্চিত
তথাপি আমি স্বপ্ন দেখতে চাই,
সুন্দর পৃথিবীর ষোল আনা পূর্ণ করে
ভালোবাসার আগুন মেখে উঠবো চিতাই।।