১.
শরৎ আকাশে শিউলি ফুল
হেসে দিল বলে,
জীবনের আরও একটি বছর
আজ গেল চলে।
২.
বন্ধুরা ফেসবুকে শুভেচ্ছা গুলো
দিচ্ছে অনেক ঝলক,
তোমাদের ভালোবাসায় ভুলে গেছি
ফেলতে চোখের পলক।
৩.
রুদ্ধ পথে শুদ্ধ মনে
জীবনের নতুন বাণী,
চলতে হবে অনেক টা পথ
সেতো জানেন অন্তর্যামী।