ও মেয়ে তুমি কি চেনো
মেঘ মুক্ত নীল রোদেলা আকাশকে?
ও মেয়ে তুমি কি জানো
নিশুতি রাতের রঙিন স্বপ্নকে?
ও মেয়ে বলনা তুমি কি বোঝ
হৃদয়ে থাকা নিজের মনটা কে?
তবে কি করে বুঝবে আমার প্রেম?
ও মেয়ে তুমি কি দেখেছ
রাতের আকাশে তারার ভেসে চলা,
ও মেয়ে তুমি কি দেখেছ
সমুদ্রের বুকে ঢেউয়ের বয়ে চলা,
ও মেয়ে বলনা তুমি কি দেখেছ
পাখিদের ঘরে ফেরা গোধূলির শেষ বেলা।
তবে কি করে বুঝবে আমার প্রেম?
ও মেয়ে বলনা কখনও শুনেছ কি
হৃদয় ভাঙা আর্তনাদ,
ও মেয়ে বলনা কখনও ভেবেছ কি
কেমন হয় নিঃসঙ্গ রাত?
ও মেয়ে একবার বলো কখনও অনুভব করেছ কি
কেমন হয় দুঃখের সংবাদ?
তবে কি করে বুঝবে আমার প্রেম ?
ও মেয়ে তুমি তো জানো না
তৃষ্ণার্ত পথিকের পিপাসা,
ও মেয়ে তুমি তো বোঝনা
রাতের আঁধারে জোনাকিদের ভাষা,
ও মেয়ে তুমি তো উপলব্ধি করনা
বেঁচে থাকার আশা যে ভালোবাসা।
তবে কি করে বুঝবে আমার প্রেম?