১. সময়ের যমুনা তে দিন যে বয়ে যায়,
২. মনের আগুনে পুড়ে হয়েছি যে ছায়,
৩. হৃদয়ে প্রেমের গলিতে তোমাকেই যে চাই।
৪. ও জীবন তুমি... ও মরণ তুমি...
৫. ও জীবন তুমি... ও মরণ তুমি .......(১.২.৩.৪.৫)
দুচোখে প্রথম তুমি যে স্বপ্ন দেখালে,
ভালোবাসা কারে বলে তুমি যে শেখালে।
তাইতো তোমায় চাই প্রতিদিন,
জেগে আছো হৃদয়ে নিশিদিন।
হৃদয়ে প্রেমের গলিতে তোমাকেই যে চাই।
ও জীবন তুমি... ও মরণ তুমি...
ও জীবন তুমি... ও মরণ তুমি.......
মিশে আছো তুমি মোর রক্ত শিরায়,
প্রাণ পেয়েছি তোমার প্রেমের ছোঁয়ায়।
তোমায় হারিয়ে নিঃশ্ব এদিন,
তুমি বিনা জীবন টা মলিন।
হৃদয়ে প্রেমের গলিতে তোমাকেই যে চাই।
ও জীবন তুমি... ও মরণ তুমি...
ও জীবন তুমি... ও মরণ তুমি....... (১.২.৩.৪.৫)