অভিমান করে কেন যে গেলে চলে।
ঐ দূর গগণে বজ্র সমনে
হিল্লোল তোলে ঐ পবন বনে।
শুধু যে আমায় দিয়েছো ব্যথা
বোঝনি কখনো সে ব্যাকুলতা,
নীরবে মনেতে পুড়েছি শুধু
পাইনি তোমার ভরসার কথা।
অভিমান করে কেন যে ফেলে গেলে।
অভিমান করে কেন যে গেলে চলে।
আজ, এ রাত্রি প্রহরে স্বপ্ন ঘোরে,
অশান্ত চিত্তে তুমি যে মনের দোরে।
অশ্রু নয়নে চেয়ে থেকেছি
কেটে গেছে দিন আসোনি ফিরে,
ভালোবাসা চেপে রেখেছি বুকে
সারাটা জীবন ভাবনার নীড়ে।
অভিমান করে হয়তো ভুলে গেলে।
অভিমান করে কেন যে গেলে চলে।