আর নয় এমন নৃশংস হত্যার খেলা
আমরা শান্তির ভারত চাই,
বন্ধ হোক দেশের নোংরা রাজনীতি
আমরা ন্যায্য বিচার চাই।
১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাই-এ চুমুর বদলে
খেলে গেল রক্তের হোলি,
বীর জওয়ানের রক্তে রাঙা ভূ-স্বর্গে
ঘৃণার আদলে ভরেছে থলি।
দেশ রক্ষক তারুণ্যের নারকীয় বলিতে
ভেঙে পড়েছে দেশের মানদণ্ড,
বেজন্মা জঙ্গি ঘাতকরা করেছে যে কাজ
তাদের শাস্তি হোক মৃত্যুদণ্ড।
শ্যামল ধরিত্রীর বুকে সন্তান হারা
মায়ের কান্না কি কেউ শুনেছ?
ভালোবাসা দিবসে প্রেমিক হারা প্রেমিকার
আর্তনাদ কেউ কি অনুভব করেছো?
হায়রে সমাজ, হায়রে রাজনীতি, হায়রে মানবতা
বিবেক কোথায় গেছে হারিয়ে?
এই নিহতের দায় যে আমাদের দায়
স্বাধীনতা আজ কোথায় দাঁড়িয়ে?
যে বীর সৈনিক লড়ছে দেশের জন্যে
ভুলে যাই তাদের দু-চার দিনে,
যার গেলো তার গেলো চিরতরে
কে নেবে দায় ভার ক্ষতিপূরণে?
কাশ্মীরে বিভৎস নারকীয় হামলার
একটা জবরদস্ত প্রতিবাদ চাই,
কোন নিয়ম শান্তি শৃঙ্খলায় নয়
রক্তের বদলে রক্ত চাই।
চাই তো অনেক কিছুই
খুনের বদলা খুন,
ক্ষতির বদলা ক্ষতি,
হত্যার বদলা হত্যা,
৩৫০কেজি RDX এর জবাব চাই মিসাইলে
যা লাগে মুছে নিশ্চিহ্ন করতে
জঙ্গি সংগঠন গুলোকে।
আজ অম্লান থাক চির জাগরূক
অতন্দ্র প্রহরায় থাকে যারা,
জন্মভূমি রক্ষায় শহীদ হল
প্রকৃত দেশ নায়ক যে তারা।
পুলওয়ামাতে ৪৪ জওয়ান কে মেরে ভাবছিস
দেশকে নিবি কেড়ে?
ওরে এমন সেনা আছে আমাদের দেশে
প্রতিটা সাধারণ ঘরে ঘরে।
আমরা একজন মরলে মারতে পারি
তোদের ১০০ জন জঙ্গি কে,
দম থাকলে লড়াই কর সামনে থেকে
যদি পারিস বাঁচাতে নিজেকে।
আজ জাতীয় শোক, কান্নায় ভাসে
আমাদের সৈনিক ভাইদের পরিবার,
ওদের স্যালুট, হৃদয় বিদারী বিনম্র প্রণাম
নেই ভাষা সমবেদনা জানাবার।।