---
একরাশ উড়নচন্ডী ভাবনা -  নিকষ কালো মেঘের বন্যা ডাকতে পারে ।
কখনো তা হতে পারে সৃষ্টির দূত - রুক্ষ ধরিত্রীর তৃষ্ণার নিবারণ, শস্য শ্যামলা প্রাণের সঞ্চার  
কখনো বা প্লাবিত বন্যা, সহস্র জীবনের আর্তিভরা হাহাকার আর সলিল জীবাশ্ম সারিবদ্ধ মিছিল ।
ভাবনা - কি প্রেম ? সৃষ্টি ? বিরহ ? ধ্বংসের আহ্বান?
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আলোকবর্ষের চেয়ে ও দ্রুতগতিতে তার পদচারণ ।
শাসন করে করেছে সহস্র প্রজন্মকে।
কতবার নিজে নিজেকে প্রশ্ন করেছি - আমরা কি ভাবি ?  
তাহলে কি ভাবনা আমাদের ভাবায় ?
কিন্তু প্রশ্নের আজ ও উত্তর মেলেনি।
নির্লিপ্ত বিস্মিত মুখে নীলাকাশে স্মিত হাসি ছুঁড়ে দিয়ে নিজেই নিজেকে পাগল বলেছি।
একবার বিবেক কে প্রশ্ন করেছিলাম ! উত্তর পেয়েছিলাম - বিপ্লব আনে ভাবনা !
অসংখ্য ভাবনার মিহিন সুতোর বুননে সৃষ্টি হয় বিপ্লব ।
তা হতে পারে ধ্বংসের পর নতুন সৃষ্টির শঙ্খধ্বনি ।
একবুক অভিমান কেটে গিয়ে বিরহের সমাপ্তি, প্রেমের আবাহন ।
হয়তো ভাবনা আছে বলেই আমরা স্বপ্ন দেখি,
সেই স্বপই হলো আগামীর সংগ্রামের বার্তা ,
সেই স্বপই হলো আগামীর সুনির্ভর ভবিষৎ,
সেই স্বপই হলো আগামীর প্রজন্মের স্বাধীনতা,
বিবর্তনের আবর্তিত পথে কেটে যায় কত যুগ,
পরিবর্তনের বৈচিত্রতা ধরা পরে ঋতুতে, জীবনযাপনে
বৈভবে, আড়ম্বরে , সংগ্রামে , প্রযুক্তিতে ও বিপ্লবে ।
ভাবনা !! - সে অপরিবর্তিত স্বাধীন -সর্বকালের -বর্তমান ।
--