তুমি কি আমার স্বপ্ন হবে ?
হয়নি বলা যে কথাটা ,
ছিল যে সেই শতাব্দীর - প্রতিবন্ধকতা ।
এবার, দীর্ঘশ্বাসের ইতি হবে ।
তুমি না হয় রইলে, কঙ্কাবতীর পাড়ের চড়ে নৌকা বেয়ে,
আমি মেঠো পথে রানার হয়ে একছুট্টে পৌঁছে যাবো ,
সুগন্ধি খাম বিলিয়ে দেব -শুভ প্রেমের বার্তা হবো ।
আমার, আকাশ সমান আবেগ ছিল !
উড়নচন্ডী ইচ্ছে ডানায় মনটা পাগল !
বৃষ্টির গন্ধ মেখে, তুমি কি ? আমার স্বপ্ন হবে ?
হয়তো বা কুমোরটুলির পটের আঁকা ছন্দ হবে ?
তবে কি কল্পনায় আমার হাতের ছোঁয়ায় কবিতা হবে !
তুমি কি আমার মধ্য দিনের অলস রোদের ছায়া হবে ?
না কি রাতের বেলা  আসবে বলে প্রহর গুনি ।  
নিঝুম রাতে আমরা শুধু থাকবো - পাশাপাশি ।
চাঁদমামা না হয় মাহেন্দ্রক্ষণের সাক্ষী হবে ।
তোমার খোলা চুলে লুকিয়ে নেবো মুখ ।
বড়ো ক্লান্ত আমার মাথায় নরম হাতের স্পর্শ পাবো ।
তুমি মধ্যরাতের কল্পলোকের পরী হবে !
পাড়ি দেব, তোমায় নিয়ে - এক আলোকবর্ষ দূরে,
সাঁঝবাতির রূপকথার দেশে।
কেমন - তুমি আমার চিরন্তনের স্বপ্ন হবে ?
-
--সমাপ্ত -