স্বপ্ন নেবে গো স্বপ্ন , স্বপ্ন কিনবে গো স্বপ্ন !!
দিনের আলোয় রাতের কালোয়, স্বপ্ন করি ফেরি,
তাইতো আমি আজকে নিজে, স্বপ্নের জাদুগরি।
হ্যা, ঠিক ধরেছেন, আমি পুলু, পুলক কুমার পেশায় স্বপ্ন বেচা,,
নানারকম স্বপ্ন সুখের -, দুঃখের গীত গাঁথা।
এইতো সেদিন, বেচঁলাম এক - নিঃসঙ্গ প্রাক্তনকে
স্বপ্ন দেখে, ভাঙলেন উনি - বয়সের বিভাজনকে
নুতন জীবন, ফিরে পেয়ে আমায় দিলেন চমক
আমি বললাম, জীবনের শেষে, হাসিটুকুই হোক অমর।
এই তো আমার স্বপ্ন বেচা -দুঃখ সুখের নামতা মোড়া ।
কেউ যদি চাও বলতে পারো আছে আমার বস্তা ভরা।
হরেক রকম বিকি কিনি - সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়ি ,
ট্রামে -বাসে ,রাস্তা-ঘাটে কিংবা কোনো পাড়ার রকে,
নুতন দিনে নুতন আশা - পূরণ হবে সবার ভাষা।
স্বপ্ন নেবে গো স্বপ্ন , স্বপ্ন কিনবে গো স্বপ্ন !!
নানা রকম স্বপ্ন আমার - কোনটা কার লাগে ,
কেউ বা আবার স্বপ্ন খোঁজে - দিন বদলের ডাকে ,
কেউ বা আবার স্বপ্ন দেখে নকশী কাঁথায় শুয়ে - কেউ বা আবার ঘুরেই মরছে শুধুই হন্নে হয়ে।
কিন্তু আমার কাছে আছে সবারই ইচ্ছা মত -শুধু একবার আসতে হবে তোমার সময় মতন।
এই তো সেদিন, বেচঁলাম এক প্রেমিক ও প্রেমিকাকে.
তারপর তো আর দেখে কে, তারা পাল্টে গেলো- দাম্পত্যে।
তাই তো বলি ,আবার বলি - নুতন দিনে নুতন আশা - পূরণ হবে সবার ভাষা।
স্বপ্ন নেবে গো স্বপ্ন , স্বপ্ন কিনবে গো স্বপ্ন !!
এবারে তো ঝুলি ফাঁকা - দিনের শেষে বিদায় বেলা।
সবার স্বপ্ন বেঁচে দিয়ে - আমার স্বপ্ন গেলো কই !!
তোমার কি কেউ বলতে পারো - কোথায় আমার স্বপ্ন আরো !
আমার তো ইচ্ছা করে স্বপ্ন দেখতে হাত বাড়িয়ে -
----স্বপ্ন দেখতে ঘুমের দেশে।
তাই তো আবার নুতন করে স্বপ্ন বেচা ছেড়ে দিয়ে।
কিঁনতে হবে কিনতে হবে নুতন স্বপ্ন কিনতে হবে - কিঁনতে হবে কিনতে হবে নুতন স্বপ্ন কিনতে হবে
স্বপ্ন আছে গো - স্বপ্ন , স্বপ্ন।।।।