-
ক্ষণস্থায়ী এই জীবন নিয়ে কত না প্রলাপ, মিথ্যে অহং,
বৃথা অলংকারের প্রতিযোগিতা ।

মেরুদন্ডহীন সভ্যতা আজ যেন মরচে ধরা সাঁকো,
কখন যে ভেঙে পড়বে - হয়তো আর দাঁড়াবে না--

--স্মৃতি বিস্মৃতির মৌন সময়ের তালে তালে পা মিলিয়ে
মন্থর বেগে এগিয়ে চলেছি ।

কদাচিৎ মরচে ধরা সাঁকো - টার সামনে এসে দাঁড়াই !!

এই সাঁকোটাই বোধহয় আমার সাথে ধ্রপদী সভ্যতার এক মিলনস্থল ।
প্রানভরে শ্বাস টানি অশত্থের বৃক্ষ নিচে মনে হয় আজ আমি স্বতন্ত্র !!

হটাৎ কষাটে গন্ধে দেখি - ওপারে কিছু পুড়ছে !!
সভ্যতা পুড়ছে ।।
---