-
পড়ন্ত বেলার মতো বারান্দায় চির অপেক্ষমাণ কায়া - যেন অস্তগামী।
স্মৃতিতে ভেসে আসে একের পর এক বৃষ্টিস্নাত সন্ধ্যার -মায়াবী রূপকথারা,
মনে ভিড় করে কত ভালোলাগা স্মৃতিবিজড়িত - মধুর স্বগতোক্তি ।

হ্যাঁ- আমি তার কথাই বলছি - আমার প্রিয়দর্শিনী ।।

আমি রোজই থাকতাম তারই অপেক্ষায়।
আমার চিলেকোঠার বারান্দা দিয়ে একটু দেখাই ছিল অনিন্দ্য সুন্দর ।
সেই একটু দেখা ছিল .আমার জীবনের শ্বাস প্রশ্বাসের অদম্য প্রানচালিকা,
সেই একটু দেখা নিয়েই, কাটিয়ে দিতাম প্রতিটি রজনীর নিস্তব্ধতা ।
আবার আসতো -নতুন একটা দিন -আবার অপেক্ষা।

হ্যাঁ- আমি তার কথাই বলছি - আমার প্রিয়দর্শিনী।।

হয়তো বা পবিত্র ভালোবাসা শুধু ভালো লাগা হয়ে থেকে যায় -
পরিপূর্ণতা পায় না।
ঝরে পড়ে অপরিণত কোরকের মতো মৌন নিস্তব্ধতায় ।
গল্পটার হয়তো, এই খানেই পরিসমাপ্তি বা আরেকটু দূরে …
ইতি টানা গেলো না ,গল্পটির….
অবিশ্রান্ত ধারায় গল্প বলার মতো যেখানে শেষ হয় সেখান থেকে আবার শুরু
তারপর - তার -আর পর নেই ।

হ্যাঁ আমি তার কথাই বলছি - আমার প্রিয়দর্শিনী।।
--