-
তোমাকে খুঁজেই চলেছি , পেতে চেয়েছি , পাইনি কখনো ,
হাজার কবিতা ঘেঁটেছি, তোমাকে ছুঁতে পারিনি ,
কনকাঞ্জলির সায়াহ্নে হয়তো তোমাকে দেখেছি !
দমকা বৈশাখী মরুঝড়ে তোমার আঁচল উড়ছিল !
নিজেকে লুকিয়ে নিয়েছি ঊর্ণজাল বিস্ময় নাভিমূল কোটরে ।
বিমিশ্র হৃদয়ে বিস্ফোরণ ঘটে যায় স্বপ্ননীড়ে !
বাবরালির চোখের এলোমেলো জিজ্ঞাসায় ?
বোধহয় খুঁজেছিলে তোমার অযোধ্যা - সবুজ সৌম্যনীড় !
স্ফীত বুদ্বুদ প্রগাঢ় চুম্বন রেনু আকণ্ঠ আস্বাদ !
স্বর্ণ লঙ্কা পেয়েও তোমার চোখে আজও ভাসে নষ্টনীড়ের স্বপ্ন,
আমি বৈরাগী , শুধু একা ভেসে যাই অন্তহীন উদাসীন নষ্টনীড় স্রোতে,
সব আশা …. নিরাকার - একাকার মায়া - ছায়ার সৈকতে । ।