বৃষ্টি ভেজা দিন- সেই মন কেমনের দিন - মনের পুলকে রঙ্গীন !
না বলা কথা বলতে পারা- একটু ছোঁয়া উদ্দীপনা !
বেদুইন মনটা যেন, তোমায় দেখে ! বাঁধ ভেঙেছে সহিষ্ণুতার !
কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার  সুবাস ঘ্রানে,  মাদলের হরেক বোলে,
সেই কুঞ্জ বনে, যে হারিয়েছিলাম মন.... !!
চেয়েছিলাম, তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো অঝোর ধারায় ,
তোমার, জলের ফোঁটায় - অভিসারে পবিত্র করবো মন ।  
তোমায় পাবো বৃষ্টি শেষে মায়াবী আলোয় ,
সৌরলোকে গ্রহ তারাদের  ফিশ ফিশ আর খুনসুটিতে,
তোমার রূপে- চাঁদ ও দেখে লজ্জা পাবে  ,
মুগ্ধ হবে প্রকৃতি, জোনাকি, প্রজাপতি,  আরো কত কি,
আমি তখন, সবকিছু ফেলে- স্তব্ধ বাকহীনতায় রইবো কিছুক্ষন !
তুমি বলবে, জড়িয়ে ধরো - চোখের জলে ভিজিয়ে দেবে বুক !
আমি যত্ন করে রাখবো তুলে কচুপাতায়, আমার স্ফটিক অহংকার  !
নিষ্পাপ ঔষ্ঠ মিলিন হবে-  মিহিন হবে কায়া ।
অভিসারে অন্ত হবে - খেয়ালী মনে ছায়া ।
-কেমন