কবিতা - তোমাকে একটিবার মাত্র ছোঁয়ার আশায় !
পার করেছি কত সেতুহীন অতল স্পর্শ জলধি,
পালতোলা মাস্তুলের মাথায় লাগিয়েছি শতছিন্ন পতাকা, বাতাসের ধাবমান প্রবাহের ইঙ্গিত ইশারায়,
কখনো বা তোমাকে পেয়েছি অনুভবে, নিমেষে, নীরবে, নিশীথে, নিঃশব্দ কালের ধাবমান প্রবাহে -
কখনো বা পার করেছি সহস্র ক্রোশ কণ্টক বিদীর্ণ পথ,
আমার ঝরে পড়া ক্ষত থেকে অবিরাম ধারায় বয়ে গেছে কত রক্তের স্রোত ।
রুক্ষ পথকে করেছি শীতল -
কবিতা - তোমাকে একটিবার মাত্র ছোঁয়ার আশায় !
কখনো বা দেখেছি তোমায় শারদ প্রত্যুষে, শ্বেতশুভ্র কাশের বন বিথীকায় বা হয়তো বা নীলপদ্মের অমৃতশোভায়,
মুহুর্মুহু বেজে উঠেছিল আমার হৃদয়বীণা, জীবনের শ্বাস -প্রশ্বাসে অবিরাম কলকল্লোলে।
কিন্তু বারংবার তুমি করেছো আমাকে আশাহত !
ছুঁয়েও না ছোঁয়ার বেদনাহত ভগ্ন কল্পনায়, আশা- নিরাশা- ধোঁয়াশায় এখনো ও শুনি অলিন্দে তোমার মর্মর পদধ্বনি !
দিন গুনি শুধু একটিবার মাত্র, কবিতা - তোমাকে ছোঁয়ার আশায়……
-----