-
দাবানলে বহ্নি শিখার মতো পুড়েছি অহর্নিশি,
জানি, বুঝেও বুঝবে না তপ্ত শলাকার যন্ত্রনা,
অপূর্ণ রয়ে গেলো আগামী দিনের কল্পনা ,
তবে কি বিজয়ী? অশ্লীলতার স্লোগান ?
-
অনেক খেলেছি ইকির মিকির খেলা,
জানি দেখা হবে প্রতীক্ষিত নিশিবেলা,
লেগেছে চোখে শরীর ছোঁয়ার নেশা,
শুরু হোক তবে আদিম ছোঁয়াছুয়ি খেলা,
এ কি অভিশাপ, নাকি নিষ্পাপ মায়ার ভেসে যাওয়া খেয়া ।
--
লগ্ন ভ্রষ্টা তুমি এক পরিযায়ী,
অনুশোচনার ঘৃতে, আগুনে পুড়বে নির্জনে,
ছাই হয়ে মিলিয়ে অসভ্যতার শ্বাস প্রশ্বাসে,
জানি দেখা হবে হয়তো বা বিবর্ণ ইতিহাসে ।।
--