--
কথা দিয়েছিলাম ফিরে আসব !
এসেছি, হেমন্তের শুকনো পাতা ঝরার দিন প্রায় শেষ ,
দক্ষিণের বারান্দায় “স্নেক প্লান্টের” পাতা-গুলো বিকেলের তন্দ্রা ভেঙে পড়ন্ত সূর্যের বিদায়ে ব্যস্ত,
মানি প্লান্টের দুই এক কচি পাতা সবে শৈশবের প্রাণে কুসুমিত,
এতো জীবনের মধ্যে তুমি এতো মৌন কেন ?
পারো না অতীত ভুলে নুতন উপন্যাস সূচনা করতে ?
নাহ, সেদিন পারিনি, আজ পারলাম - অপলক উচ্ছলনশীলতায় ভালোবাসি ,
হ্যাঁ, এক নিঃশ্বাসে গভীর অনুরাগে "তোমায় ভালোবাসি" বলতে,
জানি সব পুরুষের কাছে প্রতারণাই প্রত্যয় করেছো,
এখনো অতীতের স্বগোতোক্তিতে, অভিমানে, বিষাদে, তুমি ক্লান্ত ।
বিশ্বাস করো - বহু আকাঙ্খিত কথাটা সহস্র কথার মাঝে শুধু অনুভবেই থেকে গেছে,
প্রকাশ পাই নি, আচ্ছা না হয় - কথা দিলাম আমি হেরে গেছি !
হেরে গিয়েও তো তোমাকে পাবো ? এই তাহলে হোক আমার নৈস্বর্গিক চাওয়া পাওয়ার অন্তিম পাঠ !
শরীর তো সবাই ছোঁয়, আমি না হয় মনটা ছুঁলাম ।
এই জন্মটা না হয় কেটে যাক দুই অনুভূতির ভুল বোঝাবুঝির বেড়াজালে !
...কেমন ?
--