-
নীল আকাশের বুক চিরে ওড়া   আমি যে ফিনিক্স পাখি !
আজি এসেছি তোমারি দুয়ারে আমারি গ্রামের বাড়ি ।
আছে কি মনে ? সেই কত,-স্মৃতি - কাব্য কথা !
যা,  রেখেছিলে তুমি তোমার মনের - অমর হরফে মোরা ।
আজি এ প্রভাতে নুতন কিরণে -ডাক দিয়ে যাই দ্বারে,
ওঠো এ পথিক এসেছে বসন্ত -হিমেল হওয়ার সনে।
কত হে কথা রঙের বাহারে -উঠেছে উতলি মনে,
কত যে ব্যাথা মিলেমিশে যায় তোমারি রঙের-ও তরে ।
আজি সেই দিন ভালোও-বাসার আলিঙ্গনের মাঝে,
দূর হোক, সব ভেদাভেদ নানা বর্ণের  কাছে ।
----
নীল আকাশের বুক চিরে ওড়া আমি যে ফিনিক্স পাখি !
এসেছি নুতন বার্তা লয়ে চির যৌবন সাজে,
ওঠো হে ওঠো নব কলেবরে এই বসন্ত মাঝে, ।
দূর হয়ে যাক সব মলিনতা আনো হে নুতন ভোর ।
সেই ভোরের আলোয় কাটুক সবার -মনের কুটিল ঘোর।
আশা রাখি এই বার্তা রটে গেলো সব মুখে,
আনন্দ করে সব চলো ভাই উৎসব অভিমুখে
নীল আকাশের বুক চিরে ওড়া আমি যে ফিনিক্স পাখি
এসেছি নুতন বার্তা লয়ে চির যৌবন সাজি - আমি যে ফিনিক্স পাখি !
--