---
একটা বিকেল যদি বেহিসাবি হয় - হোক না ,
বাঁধা ধরা জীবনটা না হয় হোক একটু ছন্নছাড়া ।
কত দিন তো দেখিনি সায়াহ্নের রক্তিম আভা।
ম্যাসেঞ্জারে অজশ্র কথা - কবিতার টুকিটাকি রয়েছে ধরা ।
একটি মেয়ে সারাক্ষন ফেসবুকে রয়েছে জেগে -
কি লাবণ্য স্নিগ্ধতা মুখটা ঘিরে ,
ছবিটা হতে পারে নকল - তাতে কি, আলাপ জমাতে- নেই তো কোনো ধকল।
বলবো উদার মনে -কি সুন্দর না আপনি !!
খুঁজছেন কি ? রামধুর মতো ব্যাপ্তি ?
না হয় একটা পরকীয়ার জন্ম নেবে -হোক না !
আবদার রাখবো মিষ্টি করে - পাবো কি সঙ্গ ! একটা বিকেল ।
ফিরে যাবো সেই সাদা কালোয় ,
পথের ধারে বিকেলবেলা ভাঁড়ে চা খাচ্ছে ডেকার্স লেন।
কলেজ স্ট্রিটের কফি হাউসের আড্ডা জমবে বেশ।
গরম কফি - ফিশ ফ্রাই মনটা খুশ ।
গল্পটা তো বেশ - বাধ সাধলো ?
বেহালায় রোডের ধারে
কবে থেকে যে বেহাল হয়ে পড়ে আছে একটা মিনিবাস ।
নেই কোনো সাড়া, ঠিক তোমার কাছে যেন আমার ব্যর্থ - কড়া নাড়া !!
একটা বিকেল যদি বেহিসাবি হয় - হোক না,
আবার না হয় আরো একবার কড়া নাড়া -হোক না !!!
--