আমি কে ?
এই মহা-জাগতিক বিশ্বে একটা বিন্দু মাত্র !
কি করতে পারি ?
এই মহাবিশ্বের কত জানা, অজানা, উল্কাপাত ঘটে যায় মুহুর্মুহু ,
ঝরে পরে সহস্র নক্ষত্র, গ্রহ, কৃষ্ণগহ্বরের অন্তিম চিতার আহুতিতে ,
একটু প্রশান্তি, বিন্দু-বিন্দুতে একদিন সিন্ধু জন্ম নেবেই ।
আজ আর নবরাগে আমাকে বেঁধে রেখো না,
এসো গভীর ক্ষোভের প্রজ্বলিত শিখায় নিজেরে জ্বালাই,
আজ এই শূন্য হোক পূর্ণ - তোমাদেরই নবজাগরণে,
অঙ্গীকারের করতালিতে রচিত হোক প্রজ্ঞার নূতন অরূণোদয় ।।
একটা সোনাঝরা রোদ্দুর - বিন্দু থেকে এক বৃহৎ বৃত্তের পরিধি ।।