যদি যেতেই হয়, তাহলে - সুবাস ছড়িয়ে যেও !
যদি যেতেই হয় ! তাহলে - স্বপ্ন বুনে যেও !
যদি যেতেই হয় - তাহলে, ভালোবাসার বীজ বপন করে যেও !
একটু ভেবে দেখো ? -তুমি কি যেতে পারবে ?
যদি না পারো- তবে তোমার কোল পেতে দিও -একটু জিরোবো !
এর থেকে নিবিড় ছায়া বোধহয় কস্মিন কালেও মিলবে না !
তোমার শরীরের সুবাসে আমাকে মোহিত কোরো !
তোমার চোখের অশ্রুকণায় আমাকে পবিত্র কোরো কেমন !
একটু ভেবে দেখো ? - তুমি কি যেতে পারবে ?
যদি না পারো তাহলে তোমার রক্তিম ওষ্ঠ দিয়ে আমার কপাল স্পর্শ করো।
চুম্বনে চুম্বনে মুছে দাও আমার অসীম পাহাড়সম ব্যর্থতার অনন্ত বিস্মৃত অভিমান !!
জানি তোমাকে হয়তো কিছুই দিতে পারিনি -পারবো কিনা তাও জানি না ?
কিন্তু, একটু সাহস তো দিতে পারো – যাতে, আমি আমার নিষ্প্রভ অনুভুতি ধারণ করতে পারি আমার কণ্ঠে ...........হতে পারি নীলকণ্ঠ !!
একটু ভেবে দেখো ? - তুমি কি …………?