--
সহস্রাব্দের যন্ত্রনা আমার - এখন একমাত্র সঙ্গী নিঃশব্দ !
আমি তো কোনদিন বন্ধুত্বের দাবী রাখিনি !
চাইনি বিদ্রোহী হতে ! চাইনি রাজমুকুট,
শুধু যামিনীর কাছে চেয়েছিলাম - একটা সুন্দর ঘুম,
জোনাকির আলোকবর্ণমালায় রচিত রঙীন স্বপ্ন দেখতে,
সমস্ত ব্যাভিচার ,অন্যায়, মুছে দিতে অদ্যপ্রান্তে,
পাড়ি দিতে এক আলোকবর্ষ দূরে  রানার হয়ে,
-
চেয়েছি আমার শবের উপর জন্ম হোক মেদুর প্রজন্ম,
প্রত্যুষের রবি স্নানে অভিষেক হোক এক নতুন যুগের । ।
--