নীলাঞ্জনা ঘুমিয়েছিল
পারিনি তাকে বলতে
প্রেমের পথে কাঁটাগুলি
পারিনি পায়ে দলতে ।
আমার তখন পড়ার সময়
বুকের মাঝে পরীক্ষা ভয়
আমার তখন প্রেমও ছিল সুপ্ত
মনের কথা মনেই হল লুপ্ত ।
নীলাঞ্জনা জাগলো যখন
পারিনি তাকে বলতে
হাতে রেখে তার হাতখানি
পারিনি পথে চলতে ।
এভাবেই তো কাটল সারাবেলা
প্রেম জানে না পড়ার কথা প্রেম বোঝে না খেলা ।
বহু বছর পরে এলো পারিনি আমি বলতে
সেদিন আমার প্রেমের দীপে ছিল না শুধু সলতে ।
বিয়ে হয়নি বুড়ি হলো পারিনি আজ চিনতে
অনাঘ্রাত প্রেমের কুসুম শুকালো তনুবৃন্তে