কতকাল আর পাথর গড়াবে তুমি ?
এর চেয়ে দেখি ডাকাতিও ছিল ভালো
পাহাড়তো নয় সমতল কোন ভূমি
অভিশাপ মেখে হয়ে গেছে দেহ কালো ।
পাথর গড়াতে কখনো শোনেনি কেউ
পাথরের গায়ে লিখে গেছ শুধু নাম
দেবতা দেখেছে পাহাড় তাকিয়ে ছিল
পাহাড়ের বুক শীতল করেছে ঘাম ।
দেবতার মতো মহীয়ান যদি হতে
পাথরের কাঁধে পড়ত কী তবে শ্বাস ?
রাজা কী কখনো পাষাণের বুকে হাঁটে ?
দাস হলে তুমি একরোখা সিসিফাস।
-------------------------------------