শোকের ডানার মতো মুঠোর ভেতরে সন্ধ্যা নেমে আসে
এর পরে অন্ধকার খুলে দেয় আলোর নোটিশ
যে নোটিশ সাঁটা ছিল মনের নিকানো উঠোনে ।
শোক আসলে অনশ্বর
মুঠো মুঠো অন্ধকার বলে যেন মানুষের বাসনা নিষ্ফল
ছেলেটার চোখে জল
প্রেমে ব্যর্থ হয়ে দেখেছে সে শোকের ডানা দুটি
উড়ে আসে বাদুড়ের মতো
ঢেকে দেয় মনের সেই নির্মেঘ আকাশ ।
শস্যহীন মাঠে থাকে শাক আর ঘাস
আন্দোলিত করে দখিনা বাতাস ।
আমি বলি ওরে ছেলে
কার জন্যে এত শোক ?
পৃথিবী তো শোকের আধার
শোকের জ্যান্ত মুঠোর ভেতরে শুয়ে আছে
মানুষের বাঁচার শুভ সমাচার ।
************************