শরীরের কাছে নয় আরো দূরে রয়েছে যে প্রেম
তাকে তুমি এনে দিলে এ হৃদয় ঢেলে দিতে পারি
ফুলের কাছেই ফুল অথচ ফুল ফুলকে চেনে না
প্রেমের কাছেই প্রেম গান গায় যেন শুকশারি।
প্রেমকে শেখাবো প্রেম এসো তুমি প্রদীপ জ্বালিয়ে
দমকা বাতাস লেগে সেই দীপ নিভে এই ভয়
কখনো রেখো না মনে, চলে এসো বাজে একতারা
প্রেমের শরীর থেকে শরীরই হয়ে যাবে ক্ষয়।
এখন ভোরের পাখি গান গায় এইক্ষণে এসো
তোমার শরীর থেকে কামনার হবেই বিলয়
বসে আছি বহুক্ষণ তোমার আসার পথ চেয়ে
প্রেমকে শেখাতে চাই আর এক প্রেমের অভয়।