জানি ভাত-ঘুম ভেঙ্গে গেছে
এখন আর ঘুম আসবে না ।
সন্ধ্যা নেমে আসার কিছু দেরি
আমাকে জড়িয়ে আছে মানুষের শত অবিশ্বাস
খেলার অনেক বাকি
উপুড় রয়েছে কিছু তাস ।
এখানে সেখানে আজ
মানুষের রক্ত ঝরে পড়ে
ঘৃণা হিংসা ছুটে অবিরত
প্রহরী ঘুমিয়ে গেছে
জেগে আছে বেদনার ক্ষত ।
জাগবে কখন আর
হৃদয়ে হৃৎপিণ্ডে সেই প্রেমের প্রহরী ?
এখন রক্ত শুধু
চোখে পড়ে কোষমুক্ত শত তরবারি ।

-------------------------------------------