পাছে লোকে কিছু বলে
তাই বার বার মরে গেছি নিজের ভিতরে ,
অজান্তেই সত্যনিষ্ঠা স্তব্ধ হয়
শুয়ে পড়ি মিথ্যার গভীরে ।
লোকভয় বড় বেশি
অজান্তেই সংকল্প টলে যায় ,
বন্ধুর পথে মরে গেছি আমি
ক্লান্তি নিয়ে শত বেদনায় ।
পাছে লোকে কিছু বলে
তাই মনোবল অশ্রু শুধু মোছে ,
দেখেছি অসংখ্য লোক গা ভাসিয়ে চলে
গড্ডলিকা প্রবাহের কাছে ।
আমিতো তুচ্ছ নর
লোকভয়ে চাঁদও ঝিমায় ,
দেখেছি পূর্ণিমায় জ্যোৎস্না মুছে গেছে
কপট ছলনাগুলি অন্তরে ঘুমায় ।
-------------------------------------------
ঘাসফুল
৩-১০-২০১৬