দূরে থাকি সেও ভালো
বড় উঁচুতে ঘুমিয়েছো সুরভি আমার
কাছে যেতে বোলো নাকো আর ,
এখানে রৌদ্রের ঘ্রাণ নিয়ে মরে যাবো সেও ভালো
তবু আর হৃদয় নিংড়ে দিতে বোলো না এখন ।
অনেক কাছে সহজেই যেতে পারি
সহজেই অনেক ভালোবাসা দিতে পারি
অনেক অনেক ব্যথা  নিতে পারি ,
অভিমানী আমি ,সহজেই দূরে যেতে পারি সুসময়ে
এখানে মানুষ নেই দেখি অসময়ে ।
তাই আর
কাছে যেতে বোলো না আমারে সুরভি আমার ।
দূর থেকে ভালোবাসো সেও ভালো
সেখানে নেই আকাঙ্ক্ষার অভিশপ্ত কালো ।

------------------------------------------------