গভীর ভালোবাসি বলে দূরে চলে যাবো
অনেক কাছে আছি বলে দূর চলে যাবো
অনেক দিয়েছি যেচে তাই দূরে যাবো ,
পড়ে থাকবে ধরায় আমার  নশ্বর এই দেহ ।

আসলে চলে যাবো বলে অনেক দিয়েছি
অভিমানী বলে অজান্তেই শেষ হয়ে গেছি
নিভে যাবো বলে শেষবার জ্বলে যে  উঠেছি ,
পড়ে থাকবে দেহ , সেদিন জানবে না কেহ ।

তবুও সকাল এসে পিছু টানে বার বার ,
ছেড়ে যাবো ,রেখে যাবো শেষ নমস্কার ।

--------------------------------------------