দীক্ষা নিতে যাবো না সতীশ ,তুই যা ,
ঐ যে যোগিনী ফোঁটা তিলক কেটে আছে একাকিনী
কতবার গর্ভপাত করে যোগিনীর বেশে আজ
হয়ে গেছে মানুষের প্রিয়
আমি দীক্ষা নেব না ,তোর নেওয়া শ্রেয় ।
তোর মতো মদ খেয়ে বউটাকে ধরে মারিনি এখনো
বউ ছেলে সুখে রাখি ,গরীবকে সাধ্যমতো করি দান
দীক্ষা নিয়ে চাইনা বাড়াতে সম্মান ।
ঐ যোগিনীর কাছে তুই দীক্ষা নে ভাই
ছেলে বউয়ের কাছে থেকে মায়ার বন্ধন আমি চাই ।
এ পথ আমার জন্য নয় ,
যোগিনীর কাছে দীক্ষা নিয়ে পাস যদি নির্মল হৃদয়
তুই চলে যা, আমি চাইনা মুক্তির দুয়ার ,
সংসারের মাঝে থেকে পেতে চাই মানুষের ভালোবাসা
যোগিনীর কাছে কেন যাবো আর ?
দীক্ষা নিতে যাবো না সতীশ ,যা তুই
যাবো না তীর্থক্ষেত্রে , যাবো না রে বিদেশ বিভূঁই ।
*************************************