আমার শবদেহ কাঁধে ভর দিয়ে যাবে তো একদিন ,
অনেকেই কাঁদবে না জানি আমাকে হারিয়ে
কাঁদবে ভিখারিগুলি ,পাগলিনী কাঁদবে সেদিন ।
ওরা পেয়েছে হৃদয় ,পেয়েছে ফুলের মতো মন ,
তাদের অশ্রুকণা মিশে যাবে শ্মশানের বুকে
ওরাই ব্যথাতুর হবে হয়তো বা মৃত্যুর মতন ।
এইখানে স্তব্ধতায় প্রতিদিন মানুষ মরে যায় ,
পাখিরা খাবে না কিছুই আমাকে হারিয়ে
ভালোবাসা দিয়ে চোখের জলে জানাবে বিদায় ।
আমার শবদেহ কাঁধে ভর দিয়ে যা-বেতো একদিন
সেদিন কাঁদবে যারা তারাই পেয়েছে আমার হৃদয় ,
শবদেহ দেখে ওরা চোখের জল ফেলবে নিশিদিন
তাদের চোখের জলে হয়ে যাবো আমিও অক্ষয় ।
-----------------------------------------------------