কেন চলে গেলে সংসার ছেড়ে তুমি
সুখ কি কখনো হয়েছে গাছের ফল ?
যেখানে গিয়েছ দেখি শুধু মরুভূমি
অশ্রু ঝরছে সেখানেও অবিরল ।
এসেছিলে কাছে কোন সে ফাগুন দিনে
মনে পড়ে আজো সেদিনের স্মৃতি সব ,
সন্তানও আজ বলে মোর কানে কানে
মুখর সময় যেন হয়ে গেছে শব ।
যেখানেই থাকো সুখে থাকো তুমি প্রিয়া
আমার জীবনে আর নেই কোন আশা ,
শেষ চুম্বন সন্তানে গেছ দিয়া
ভীরু সকালের বুকে নেই আজ ভাষা ।
দুঃখের মাঝে হাসতে কি পারি আর ?
তুমি চলে গেলে দিয়ে গেলে সব ভার
--------------------------------------------